আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছিল। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হওয়ায় কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
দুপুর ২টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। সেখানে লেখা ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বর-০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লি., প্রধান উপদেষ্টার কার্যালয় করপোরেট শাখা।’
পরে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
রিপন দে নামে একজন লিখেছেন, ‘এটা কি? যাদের বাচ্চা নিখোঁজ এবং হাসপাতালে মৃত্যু যন্ত্রণার সাথে যুদ্ধ করছে তারা যখন এসব দেখবে তাদের মানসিক অবস্থা কি হবে?’
এমইউ/বিএ/এমএস