উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ পিএম, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ওপরে বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) এর প্রশিক্ষণ এয়ারক্রাফট বিধ্বস্তের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে।

সোমবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এমএমএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।