মাইলস্টোন ট্র্যাজেডি

রাঙ্গামাটির উক্যছাইংয়ের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৮ জুলাই ২০২৫

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মারমার (এরিকশন) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এসময় নিহত স্কুলছাত্র উক্যছাইং এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধানের পক্ষে উইং কমান্ডার আব্দুল্লাহ মুহাম্মদ ফারাবী।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কিউংধং পাড়ায় এসে তিনি উক্যছাইং মারমার বাবা উসাইমং মারমার সঙ্গে দেখা করেন। তারা পরিবারটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র উক্যছাইং মারমার (এরিকশন) সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

রাঙ্গামাটির উক্যছাইংয়ের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

এ সময় বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মুহাম্মদ ফারাবী জানান, ‘মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা সত্যি হৃদয় বিদারক। আমরা এর জন্য গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা এসেছি মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ছোট উক্যচিংয়ের পরিবারকে সমবেদনা জানাতে। আমরা তার এমন মৃত্যুতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছি। এ দুর্ঘটনায় বিমান বাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানে স্কুলে অবস্থান করছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাঙ্গামাটির ছেলে উক্যছাইং মারমা (এরিকশন)। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে সে মৃত্যুবরণ করে।

আরমান খান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।