বিমান বিধ্বস্তে নিহত ৮ জনের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ এএম, ২২ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান/ ছবি- ভিডিও থেকে নেওয়া

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত মধ্যরাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- বাগেরহাটের ফাতেমা আক্তার (৯), বরিশালের সানিউল করিম (৯), কুষ্টিয়ার রজনী ইসলাম (৩৭), টাঙ্গাইলের মেহনাজ আফরিন হুরায়রা (৯), ঢাকার শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) ও গাজীপুরের সায়মা আক্তার (৯)।

আইএসপিআর জানায়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এনএস/এএমএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।