মাইলস্টোন ট্র্যাজেডি

সেই ছেলেটির শারীরিক অবস্থা উন্নতির দিকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৮ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে বহু মানুষ হতাহত হয়েছেন/ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএমএইচ) কেবিনে চিকিৎসাধীন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শামীমের (ছদ্মনাম) শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে।

এনআইএমএইচের মনোরোগ বিশেষজ্ঞদের সার্বক্ষণিক তদারকি, প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই কলেজ শিক্ষার্থীর অ্যাকিউট স্ট্রেস রিয়েকশন ও মেমোরি ফ্ল্যাশব্যাক কমে এসেছে। ভর্তির পর থেকে দিনে দুই একবার বিমান দুর্ঘটনার মেমোরি ফ্ল্যাশব্যাকের ফলে কিছুটা অশান্ত ও আবোল তাবোল বকলেও ২৭ জুলাই তিনি অনেকটাই শান্ত ছিলেন। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করেছেন এবং ঘুমিয়েছেন। ওই কলেজ শিক্ষার্থীকে ক্লিনিক্যাল চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে।

উত্তরার বিমান দুর্ঘটনায় মানসিক স্বাস্থ্য সেবা দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট গঠিত ১৩ সদস্যের তদারকি কমিটির সদস্য সচিব ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া আজ জাগো নিউজের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি জানান, ২৭ জুলাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে আলোচনা করেছেন। নেভির চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। মূলত স্কুল খোলার পর তাদের (যাদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা প্রদান প্রয়োজন) প্রয়োজনীয় মানসিক চিকিৎসা সেবার সাপোর্ট দেওয়া হবে বলে তিনি জানান।

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।