উত্তরায় বিমান বিধ্বস্ত

রাজনৈতিক দলসহ সবাইকে হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দলসহ সব শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৬তম বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। এর আগে দুর্ঘটনার কারণে শোক প্রস্তাব উত্থাপন করে অধিবেশন মুলতবি করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজ আমাদের জন্য একটা অত্যন্ত হৃদয়বিদারক দিন। আমরা যতটুকু সংবাদ পেয়েছি, বিমানের পাইলটসহ মাইলস্টোন স্কুলে বিমানটি নিপতিত হয়েছে। যেহেতু স্কুল, স্বাভাবিকভাবেই এখানে অনেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাববকরাও ছিলেন। অসংখ্য হতাহতের খবর পাওয়া গেছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। এটা জাতির জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং দুঃখজনক ঘটনা।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ঘটনার ব্যাপারে তদন্ত হবে। তারপর হয়তো আমরা কারণগুলো জানতে পারবো। আমরা সবাই শোকাহত। এ ধরনের ঘটনা যেন পরে পুনরাবৃত্তি না ঘটে সেই কামনা করি। এ ধরনের একটি দুর্ঘটনায় যারা হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সব রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানাই। আমরা নিজেরাও যা কিছু সহযোগিতার প্রয়োজন আমরা তা করব।

এমএইচএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।