মাইলস্টোন ট্র্যাজেডি

বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৮ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

সোমবার (২৮ জুলাই) দুপুরের ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া গ্রামে গিয়ে মাসুমার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

বিমান দুর্ঘটনায় নিহত মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

এসময় বিমান বাহিনীর সদস্যরা মাসুমার স্বামী-সন্তানসহ পরিবারের খোঁজ খবর নেন। পরে মাসুমার পরিবার, স্থানীয় মসজিদ ও মক্তবে খাবার বিতরণ করেন।

বিমান বাহিনীর বরিশালের উপ-অধিনায়ক উইং কমান্ডার এবিএম সারোয়ার জাহান জানান, নিহত ও আহত পরিবারকে সব ধরনের সহযোগী করা হবে। দুর্ঘটনার তদন্ত সুষ্ঠুভাবে হবে এবং সব তথ্যই সঠিকভাবে দেওয়া হবে।’

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।