মাইলস্টোন ট্র্যাজেডি

ভয়-আতঙ্কে থাকা মাইলস্টোনের শিক্ষার্থী-অভিভাবকদের কাউন্সেলিং

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৯ জুলাই ২০২৫

উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত এবং হতাহতের ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। সেই মানসিক অবস্থা থেকে স্বাভাবিক হতে কাউন্সেলিংয়ে অংশ নিচ্ছেন তারা।

বিমান বাহিনী ও ব্র‍্যাক বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলররা (পরামর্শদাতা) সেবা দিচ্ছেন।

ভয়-আতঙ্কে থাকা মাইলস্টোনের শিক্ষার্থী-অভিভাবকদের কাউন্সেলিং

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে স্কোয়াড্রন লিডার ওয়ালিল্লাহিল জাগো নিউজকে বলেন, বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প সোমবার থেকে শুরু হয়েছে। সেদিন রোগীর সংখ্যা ছিল ১১৯ জন। আজ দুপুর ১২টা পর্যন্ত ১১০ জন চিকিৎসা নিয়েছেন। দুপুর ২টা পর্যন্ত আমাদের চিকিৎসা সেবা চলবে।

বাপ্পী নামে এক অভিভাবক জাগো নিউজকে বলেন, তার মেয়ে ক্লাস নাইনে পড়ে। মেয়েকে কাউন্সেলিং করাতে এনেছেন।

তিনি বলেন, তার মেয়ে বিমানের শব্দ শুনলে ভয় পাচ্ছে। রাতে ভালোমতো ঘুমাতেও পারছে না।

ভয়-আতঙ্কে থাকা মাইলস্টোনের শিক্ষার্থী-অভিভাবকদের কাউন্সেলিং

রিয়া নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, সেদিনের দৃশ্য চোখের সামনে দেখার পর কোনো কিছুই ভালো লাগছে না। আমার কাছের কয়েকজন পরিচিত মারা যাওয়ায় ঘুমাতেও পারছি না।

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ভয়-আতঙ্কে থাকা মাইলস্টোনের শিক্ষার্থী-অভিভাবকদের কাউন্সেলিং

সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

টিটি/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।