বিমান বিধ্বস্ত

আহতদের বাঁচাতে রক্তদানের আহ্বান সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২১ জুলাই ২০২৫
আহতদের উদ্ধারে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন/ছবি: মাহবুব আলম

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত ও আহতদের বাঁচাতে রক্তদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২১ জুলাই) বিকেলে দুর্ঘটনাস্থলে এক সেনা কর্মকর্তা হ্যান্ড মাইকে সাধারণ মানুষের প্রতি রক্তদানের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনার ভাই বা আপনার সন্তান কারও না কারও জীবন যদি বাঁচাতে পারেন তাহলে সেটিই হবে আপনার জীবনের সার্থকতা। যেসব গ্রুপের রক্ত রেয়ার যেমন ‘এবি’ নেগেটিভ, ‘ও’ নেগেটিভ, ‘এবি’ পজিটিভ- এসব গ্রুপের রক্ত হাসপাতালের ইমার্জেন্সিতে (জরুরি বিভাগ) দিয়ে আসুন।’

এদিন দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে।

এনএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।