রেমিট্যান্স যোদ্ধা দিবসের অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাবহ পরিস্থিতিতে আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ এর অনুষ্ঠান স্থগিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ায় শোকাবহ পরিস্থিতির কারণে আগামী ২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের তারিখ পুনরায় নির্ধারণ করে পরবর্তীতে সবাইকে অবহিত করা হবে।

জানা যায়, এ বছর প্রথমবারের মতো ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামীকাল বুধবার (২৩ জুলাই) এ অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। উত্তরায় বিমানবাহিনীর যুুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তা স্থগিত করা হয়েছে।

উত্তরায় যুুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।

আরএএস/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।