বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি।

মঙ্গলবার (২২ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে এ শোকবার্তা পাঠিয়েছেন তিনি।

শোকবার্তা তিনি বলেন, ‘ঢাকার উত্তরা এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে মর্মাহত।যারা দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি হৃদয় থেকে গভীর সমবেদনা জানাই। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ছিল।

জেপিআই/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।