বিমান বিধ্বস্ত

হতাহতদের স্মরণে বিএনপির দোয়া, স্বেচ্ছায় রক্তদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আহতদের সুচিকিৎসার জন্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে দলটি।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে।

কার্যালয়ের সামনে ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রক্তদান কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিচ্ছেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসে রক্ত দিচ্ছেন।

হতাহতদের স্মরণে বিএনপির দোয়া, স্বেচ্ছায় রক্তদান

রক্তদান কর্মসূচি সফল করতে যুবদল ১০ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে। টিমের সদস্যরা জানান, এখানে শুধু নেগেটিভ ডোনারদের রক্ত নেওয়া হচ্ছে। আমাদের টিমের কেউ কেউ রক্ত দাতাদের তথ্য সংগ্রহ করছে, আবার কেউ কেউ রক্ত সংগ্রহ করছে। আমরা এগুলো আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেবো।

দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্য নেতারা।

এমএইচএ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।