বিমান বিধ্বস্ত
আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশনা
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের বরাত দিয়ে এই তথ্য জানান।
তিনি জানান, সব বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এমইউ/এএমএ/এমআরএম