বিমান বিধ্বস্ত
সুপ্রিম কোর্টসহ ট্রাইব্যুনালে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ), দেশের সব অধস্তন আদালতসহ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু করার আগে ১ মিনিট নীরবতা পালন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
একই সঙ্গে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সব জেলা জজশিপ এবং ম্যাজিস্ট্রেসিতে আগামী ৩ দিন যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।
এফএইচ/এমআইএইচএস/জিকেএস