দুর্ঘটনা রোধে সচেতনতার তাগিদ মির্জা ফখরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২২ জুলাই ২০২৫
ঢামেক হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিমান বিধ্বস্তে গুরুতর আহতদের চিকিৎসা অবস্থা দেখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এখানে ৫২ জন ভর্তি। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অনেকের শ্বাসনালি পুড়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

কেএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।