আফগানিস্তানে স্বাধীনতা দিবসে সহিংসতায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৯ আগস্ট ২০২১

আফগানিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনকালে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সহিংসতার ঘটনায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করলে গুলি চালায় তালেবান যোদ্ধারা। এ সময় দু’জন নিহত হয়। খবর আল জাজিরার।

১০২তম স্বাধীনতা দিবস উপলক্ষে আফগানিস্তানের আসাদাবাদে নারীসহ বেশ কয়েকজন পতাকা নিয়ে মিছিল বের করেন। সেসময় হামলার ঘটনা ঘটে। এতে আরও ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে জালালাবাদে পুরোনো পতাকা সরিয়ে সবখানে তালেবানের পতাকা উত্তোলনের বিরোধিতায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এসময় বিক্ষোভে গুলি চালানো হলে তিনজন নিহত হন। আহত হন আরও ডজনখানেক মানুষ।

এদিকে, আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর কাবুল বিমানবন্দরে দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে আরও বহু মানুষ।

১৯১৯ সালে তৃতীয় অ্যাংলো-আফগান যুদ্ধ সংগঠিত হয়। তিন মাস স্থায়ী হওয়া এই যুদ্ধটি সাম্যতা বজায় রেখে সমাপ্ত হয়। সে বছরের ৮ আগস্ট ব্রিটেন এবং আফগানিস্তান রাওয়ালপিন্ডি চুক্তি স্বাক্ষর করে। এতে আফগানিস্তানের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় ১৯ আগস্ট। এরপর থেকেই দেশটিতে ১৯ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।

এসএনআর/টিটিএন/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।