তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ৩০ এপ্রিল ২০১৯

তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বর্ধমানে বিজেপির নেতৃত্বে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
সোমবার রাতে বর্ধমানের নারীগ্রামে এই ঘটনা ঘটেছে। নারীগ্রামের পূর্বপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর ছাড়াও কাছাকাছি আরও কয়েকটি বাড়ি ও ক্লাবঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তবে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ধরেই এই ঘটনা ঘটেছে। এর পেছনে বিজেপির কোন হাত নেই। কোন কারণ ছাড়াই বিজেপিকে দোষারোপ করা হচ্ছে বলে দলটির নেতা-কর্মীরা দাবি করেছেন।
টিটিএন/জেআইএম
টাইমলাইন
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন - [email protected]