হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে মেঘমল্লার
হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে মেঘমল্লার, ছবি: ভিডিও থেকে নেওয়া
ডাকসু নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে গেলেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজনের সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন।
এ সময় তিনি বলেন, আমার ২৭ বছর বয়সে আমি কোনো ভোট দেইনি। এটাই আমার প্রথম ভোট। আমার মনে হচ্ছে, জিতি বা হারি এটার চেয়ে বড় কথা, আমি ভোট দিয়ে যেন জিতে গেছি।
এসএনআর/জেআইএম