ডাকসু নির্বাচন

শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন, প্রত্যাশা আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এ প্রত্যাশা করেন তিনি।

ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, আগামীকাল ডাকসু নির্বাচন। দেড়যুগ পরে এদেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে সেখানে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এ সুযোগ গ্রহন করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন।

তিনি আরও লিখেছেন, যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন। এ নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক।

এমএইচএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।