অসুস্থ হয়ে হাসপাতালে একুশে হলের এজিএস প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫

 

অনিয়মিত ঘুম, স্ট্রেস ও তীব্র গরমে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমর একুশে হলের এক প্রার্থী। ওই প্রার্থীর নাম উবায়দুর রহমান হাসিব। তিনি হল সংসদের সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর পর অসুস্থ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, না ঘুমানোর কারণে এমনিতেই তাকে অসুস্থ লাগছিল। ভোটকেন্দ্রে আসার পর হঠাৎ সেন্সলেস হয়ে যায়। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এমএইচএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।