সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭
ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে ১২৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭টি ভোট।
তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। তিনি পেয়েছেন ৪৮৫ ভোট। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট। আবিদুল সুফিয়া কামাল হল কেন্দ্রে চতুর্থ স্থানে রয়েছেন।
এছাড়া সুফিয়া কামাল হলে বাগছাসের আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট, জামাল উদ্দীন খালিদ পেয়েছেন ৪৭ ভোট, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা পেয়েছেন ৭ ভোট।
সুফিয়া কামাল হলে জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ৯৬৪ ভোট। তার কাছাকাছি রয়েছেন মেঘমল্লার বসু। তিনি ৫০৭ ভোট পেয়েছেন। এছাড়া আরাফাত চৌধুরী পেয়েছেন ৪৯৮ ভোট। ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম ৪০২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আর আবু বাকের মজুমদার পেয়েছেন ২১৬, আল সাদি ভূইয়া ৪৬, আশিকুর রহমান ৭৫ ভোট পেয়েছেন।
এই হলে এজিএস পদেও ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মহিউদ্দীন খান ১১৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৩৯৭ ভোট।
এমএইচএ/এএএইচ/কেএসআর