ডিসি মাসুদ

শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর শাহবাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিসি মাসুদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। একই সঙ্গে ভুয়া আইডি কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের চেষ্টায় আটক দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে দ্বায়িত্বপালনকালে এসব বলেন তিনি।

মাসুদ আলম বলেন, আজকে সকাল থেকে খুবই শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন হচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি। আমরা সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি- বিশেষ করে ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই তাদেরকে সহায়তা করছি।

এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সবকিছুই ভালো আছে জানিয়ে তিনি বলেন, এই পরিস্থিতিতে আমরা একদম ভোটগ্রহণ এবং ভোট গণনার শেষ পর্যন্ত বজায় রাখতে পারলে এটা আমাদের বড় ধরনের সাকসেস।

ভুয়া আইডি কার্ডে আটকৃতদের বিষয়ে জানতে চাইলে ডিসি মাসুদ বলেন, পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। সন্দেহজনক দুইজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে ঢোকার চেষ্টা করেছিল তাদেরকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন:

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ির মধ্যেও গতকাল সোমবার রাতে দুজন ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছিল।

পুলিশ বলছে, ভুয়া কার্ডধারী দুই যুবক বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিল কিনা তা যাচাই-বাচাই চলছে।

মঙ্গলবার টিএসএসি এলাকায় সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন ডিসি মাসুদ আলম।

ভুয়া কার্ডধারী সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুয়া স্টুডেন্ট কার্ড ব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দু’জন ভুয়া কার্ডধারী পাওয়া গেছে। তারা কোথা থেকে এসেছে, কেন এসেছে, কোনো উদ্দেশ্য আছে কিনা, অথবা কোনো বিশেষ স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করছে কিনা—এসব বিষয় আমরা যাচাই-বাছাই করছি।

কেআর/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।