ভিপি না হলে কাল পড়ার টেবিলে ফিরে যাবো: শামীম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন/ ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিজয়ী না হলে আগামীকাল থেকে পড়ার টেবিলে ফিরে যাবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে শামীম হোসেন লেখেন, ফলাফল যেটাই হোক; যিনি ভিপি হবেন আমার পূর্ণ সমর্থন থাকবে এবং তার কোনো সহযোগিতা লাগলে সেটা করবো ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেছেন, ভিপি না হলে আগামীকাল থেকে আবার পড়ার টেবিলে ফিরে যাবো। এখানেই রাজনীতির শেষ।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।