ভিপিপ্রার্থী খালিদ

ডাকসুতে ছাত্রদল-শিবির আচরণবিধির তোয়াক্কা করছে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ/ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল ও শিবির আচরণবিধির তোয়াক্কা করছে না বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ব্যাক্তিগত ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ডাকসুতে ছাত্রদল-শিবির আচরণবিধির তোয়াক্কা করছে না

তিনি বলেন, ছাত্রদল তো কোনো আচরণবিধির তোয়াক্কা করছে না। শিবিরের পক্ষ থেকেও আচরণবিধি লঙ্ঘনের চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ করেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। প্রশাসন পুরাই নির্বিকার।

এমএইচএ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।