হান্নান মাসউদ

ভোট দেওয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের পাশে পেয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেষ্ঠ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ/ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেষ্ঠ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হে ঢাবি, ভোট দেওয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের আপনারা চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মাইর খেয়েছে, জেল খেটেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভাবুন, তারপর ভোটটা দিয়েন। ৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেতো- তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতটা অপরিণামদর্শী হইয়েন না।

তিনি লেখেন, নোটঃ ডাকসু নিয়ে এটাই আমার প্রথম এবং শেষ পোস্ট। ধন্যবাদ।

এনএস/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।