অমর একুশে হলের ভিপি রবিউল, জিএস হাসিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল/ ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। প্রথমে অমর একুশে হলের ফল ঘোষণা করেছে রিটার্নিং অফিস। এতে হলটির ভিপি নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম এবং জিএস পদে বিজয়ী হয়েছেন হাসিব।

ভিপি পদে বিজয়ী রবিউল পেয়েছেন ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ পেয়েছেন ৩৭২ ভোট। এছাড়া জিএস পদে বিজয়ী হাসিব পেয়েছেন ৫৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম পেয়েছেন ৩৭১টি ভোট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে এ ফল ঘোষণা করা হয়।

এমএইচএ/এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।