ফরিদপুরে ডেঙ্গু কেড়ে নিল তরুণীর প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০১ আগস্ট ২০১৯

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারমীন (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শারমীন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, গত ২৮ জুলাই রোববার শারমীন টেকেরহাটের নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি এই হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত ২০ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে মোট ৮৮ জন চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়। হাসপাতালে আজ দুপুর পর্যন্ত মোট ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

বি কে সিকদার সজল/আরএআর/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।