ভোলায় আরও ৪ ডেঙ্গু রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩১ জুলাই ২০১৯

ভোলায় নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় দুইজন ও চরফ্যাশন উপজেলায় দুইজনকে শনাক্ত করা হয়। এ নিয়ে জেলায় মোট ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছেন ভোলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।

তিনি জানান, নতুন করে আক্রান্তরা ভোলা সদর হাসপাতাল ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ভোলা সদরসহ সাত উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।

তবে সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, খুব দ্রুত ভোলায় ডেঙ্গু টেস্ট করার ডিভাইস চলে আসছে। তখন আমরা সহজেই ডেঙ্গু শনাক্ত করতে পারব।

তিনি আরও জানান, গত দুই সপ্তাহে ভোলা জেলায় মোট ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন ভোলা সদর হাসপাতালে ও দুইজন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরা সবাই ঢাকায় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভোলায় এসেছেন বলেও জানান তিনি।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।