২৫ দিনে হাসপাতালে ৪৫ সহস্রাধিক ডেঙ্গু রোগী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯

আগস্ট মাস শেষ হতে এখনও ছয়দিন বাকি। তবে এই ২৫ দিনেই দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। ১ আগস্ট থেকে আজ (২৫ আগস্ট) পর্যন্ত মোট ৪৫ হাজার ৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আশাব্যঞ্জক খবর হলো ক্রমান্বয়ে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে এবং হাসপাতাল থেকে সু্স্থ হয়ে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেক্টর অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে, ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে ১ হাজার ৭৩৭, ১ হাজার ৬৮২, ১ হাজার ৭০৩, ১ হাজার ৮৯৬, ২ হাজার ৮৫, ২ হাজার ৩৪৮, ২ হাজার ৪২৮, ২ হাজার ৩২৬, ২ হাজার ২, ২ হাজার ১৭৯, ২ হাজার ৩৯৫, ২ হাজার ৯৭, ১ হাজার ২০১, ১ হাজার ৮৮২, ১ হাজার ৯৩৩, ১ হাজার ৭২১, ১ হাজার ৪৬০, ১ হাজার ৭০৬, ১ হাজার ৬১৫, ১ হাজার ৫৭২, ১ হাজার ৬২৬, ১ হাজার ৫৯৭, ১ হাজার ৪৪৬, ১ হাজার ১৭৯, ১ হাজার ২৯৯ জন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশ রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে তিন হাজার ২৬৮ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৬৭২ জনসহ মোট পাঁচ হাজার ৯৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬৩ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মেতে ১৯৩ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ জন ও আগস্টে (২৫ আগস্ট পর্যন্ত) ৪৫ হাজার ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাবে মৃত ৪৭ জনের মধ্যে এপ্রিলে ২ জন, জুনে ৪ জন, জুলাইয়ে ২৮ জন এবং আগস্টে ১২ জন মারা গেছেন।

এমইউ/বিএ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।