ঢাকা মেডিকেলে একদিনে ২৩৩ ডেঙ্গু রোগী ভর্তি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৭ জুলাই ২০১৯
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। (২৬ জুলাই সকাল ১০টা থেকে ২৭ জুলাই ১০টা পর্যন্ত) একদিনে এত ডেঙ্গু রোগী ভর্তি ইতিহাসে এটাই সর্বোচ্চ।

ঢামেক হাসপাতালের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ১ হাজার ৬৯০ জন রোগী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং এখনও ভর্তি আছেন ৬৫৮ জন। এখন পর্যন্ত এ হাসপাতালে মারা গেছেন ছয়জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী।

ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের জানুয়ারিতে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হন, ফেব্রুয়ারিতে একজনও ভর্তি হননি। এরপর মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে আটজন ভর্তি হয় এবং প্রত্যেকেই সুস্থ হয়ে ফেরেন।

জুন মাসে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার অনেক বেড়ে যায়। এ মাসে ১৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন, তাদের মধ্যে একজন মারা যান। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত (২৭ জুলাই) ১ হাজার ৫৩৭ জন ডেঙ্গ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পাঁচজন রোগী মারা গেছেন এবং ৮৭৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ঢামেক হাসপাতালের বাইরেও রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। বিগত কয়েক বছরের মধ্যে ২০১৮ সালে ১০ সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছিল। চলতি বছরের (২০১৯) পাঁচ মাসেরও বেশি সময় বাকি থাকতেই ডেঙ্গু আক্রান্তে গত বছরের রেকর্ড ভঙ্গ হতে চলছে।

গত ২৫ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২৫৬ জন। তাদের মধ্যে চলতি মাসেই সর্বোচ্চসংখ্যক ৭ হাজার ১১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

পিডি/এমআরএম/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।