ডেঙ্গু কেড়ে নিল বাপেক্স প্রকৌশলীর প্রাণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৩ আগস্ট ২০১৯
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত বাপেক্স প্রকৌশলী মাহবুল্লাহ হক (৩৫) মারা গেছেন।

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় বিএসএমএমইউ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান তিনি।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, ঈদের দিন (সোমবার) বিকেল ৪টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

তিনি বিএসএমএমইউতে মাত্র ১৮ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন। এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন গর্ভবতী মা মারা গেছেন।

মাহবুল্লাহ হকের বাড়ি রাজবাড়ীর পাংশায়। তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের ম্যানেজার (খনন)। তিনি তিন সন্তানের পিতা।

এমইউ/বিএ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।