হবিগঞ্জ হাসপাতালে ভর্তি ৬ ডেঙ্গু রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৩০ জুলাই ২০১৯
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আরও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন জেলার লাখাই উপজেলার করাব গ্রামের রাজিব, বেগুনাই গ্রামের নজরুল ইসলাম, মাধবপুরের নরেশ সরকার, সদর উপজেলার রিচি গ্রামের লিটন, শহরের মোহনপুর এলাকার মিলাদ ও বানিয়াচংয়ের ওবায়দুর রহমান।

এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব।

তিনি বলেন, ডেঙ্গু রোগী হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তারা হবিগঞ্জ জেলার কোথাও থেকে আক্রান্ত হননি। তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন।

ডা. রথীন্দ্র চন্দ্র দেব জানান, ২৫০ শয্যার এ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের কোনো ব্যবস্থা নেই। শিগগিরই ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান শানাক্তের মেশিন চলে আসবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমবিআর/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।