কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১১১, হাসপাতালে ভর্তি ৪৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৯ জুলাই ২০১৯

কিশোরগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলার ১৩টি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। আক্রান্তরা বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে পর্যন্ত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৩ জন, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৪৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় রোববার তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

kishorganj-(2)

এ দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রাখা হচ্ছিল। তবে সিভিল সার্জনের নির্দেশে রোববার থেকে ডেঙ্গু রোগীদের মশারির ভেতর আলাদা রাখা হচ্ছে।

নূর মোহাম্মদ/এমবিআর/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।