বরিশালে ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১১:০২ এএম, ৩০ জুলাই ২০১৯

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যমপুর গ্রামের নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুরের কাউখালী উপজেলার ঘোষণতারা গ্রামের মো. আদম আলীর মো. সোহেল (১৮)। তারা দুইজনই ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বাড়ি এসেছিলেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকীর হোসেন জানান, মারা যাওয়া দুইজনই ঢাকায় ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বাড়ি ফিরে আসেন। দুইজনই শেষ মুহূর্তে মেডিকেলে ভর্তি হন। তাদের মধ্যে আসলাম খান সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভর্তি হন। রাত সোয়া ৩টার দিকে তিনি মারা যান। অপরজন সোহেল সোমবার রাত ১টা ২০ মিনিটে মেডিকেলে ভর্তি হন। তিনি রাত ৩টা ৪০ মিনিটে মারা যান।

barishal-dengue-1

এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত ৬৩ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. এসএম বাকীর হোসেন বলেন, বেশির ভাগ রোগী ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন। স্থানীয়ভাবে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। তবে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি এখনো জটিল আকার ধারণ করেনি। তাই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।

তিনি বলেন, জনসাধারণের জন্য আমাদের পরামর্শ হলো- জ্বর হলে কোনো অবহেলা করা যাবে না। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ সেবন করাও ঠিক হবে না। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সাইফ আমীন/আরএআর/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।