এবার ডেঙ্গুতে প্রাণ গেল তিতুমীর কলেজের মেহেদীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৭ আগস্ট ২০১৯

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামে তিতুমীর সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেহেদী হাসান তিনদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।

ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত এক নার্স সাংবাদিকদের বলেন, প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল মেহেদীর। ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী।

বুধবার (৭ আগস্ট) বাদ মাগরিব তিতুমীর কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল (বৃহস্পতিবার) কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে মেহেদীর দাফন সম্পন্ন হবে।

জেএইচ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।