শেরপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৮ জুলাই ২০১৯

শেরপুর জেলা হাসপাতালে রোববার দুপুর ১২টা পর্যন্ত আরও দুই ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার হাসপাতালে ভর্তি হওয়ায় দুই ডেঙ্গু রোগী হলেন শহরের কসবা কাচারিপাড়া এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে মজনু মিয়া (৬০) এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার মো. জালাল উদ্দিন (২৭)। তারা ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে নকলা উপজেলার ভুর্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মজনু মিয়া (৩৪), সদর উপজেলার বাঘেরচর গ্রামের বসর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫৭) এবং শহরের সজবরখিলা এলাকার সচিন দাসের ছেলে রাজন দাস (৩২) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, ভর্তিকৃত ডেঙ্গু রোগীরা সবাই ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে শেরপুর আসার পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরই মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত নকলা উপজেলার ভুর্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মজনু মিয়া নয়দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এ ব্যাপারে শেরপুর হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবির সুমন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মশারিসহ পৃথক বেডের ব্যবস্থা করা হয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।

হাকিম বাবুল/এএম/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।