স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর মারা গেছেন আজ। তার মৃত্যুতে গোটা দেশে শোকের আবহ বিরাজ করছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে।

এখন পর্যন্ত তার জানাজা ও দাফন নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা না হলেও দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র বলছে, শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

এদিকে, সাড়ে ১২টায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

কেএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।